ফলোঅন রক্ষা হলেও হারের শঙ্কায় এখন বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। টাইগারদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে লড়ছে তারা। ১৭৬ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে প্রোটিয়ারা। পচেফস্ট্রুম টেস্টে এরইমধ্যে স্বাগতিকরা ৮ উইকেট হাতে রেখে ২৩০ রানের লিড নিয়েছে। সব মিলিয়ে পর্বতসমান লিড দেয়ার পথে স্বাগতিকরা।
খেলা অবশ্য আরো কিছুটা সময় হতে পারতো। কিন্তু আকাশ মেঘলা, তারই পথ ধরে আলোর স্বল্পতায় একটু আগেই আম্পায়ার দিনের খেলার ইতি টানেন। যখন দিনের খেলা শেষ হয় তখনো বাকী ছিল ১৬.১ ওভার।
হাশিম আমলা ১৭ ও টেম্বা বাভুমা ৩ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে ১ম ইনিংসে ১৯৯ রান করা ডিন এলগার ১৮ রান করে সাজঘরে ফিরে যান। অভিষেকে ৯৭ রান করা এইডেন মার্করাম ১৫ রান করে তার সঙ্গী হন। এর আগে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে এর আগে ১ম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাব ব্যাট হাতে নেমে শনিবার ৩২০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
সকালে ৩ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বড় ইনিংসের সম্ভঅবনা জাগিয়েও ফিরেন তামিম ইকবাল, মুমিনুল হক আর মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ফলোঅন এড়িয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় ইনিংসে ব্যাট করার সুযোগ পায় টাইগাররা।
দলের হয়ে মুমিনুল সর্বোচ্চ ৭৭ রান করেন। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ৬৬, মুশফিক ৪৪, তামিম ৩৯, সাব্বির রহমান ৩০, লিটন ২৫ এবং শেষ দিকে মুস্তাফিজুর রহমানের ব্যাটে ১০ রান। সব মিলিয়ে সম্মানজনক একটা স্কোর পায় দল।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ ৩ ও দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও ক্যাগিসো রাবাদা। একটি করে উইকেট পেয়েছেন ডোয়াইন অলিভিয়ে ও আন্দিলে ফেলুকওয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ ইনিংস ঘোষণা (এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, দু প্লেসি ২৬*; মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)। ও ২য় ইনিংসে ৫৪/২ (আমলা ১৭*, বাভুমা ৩, এলগার ১৮, মার্করাম ১৫; শফিউল ১/১৮, মুস্তাফিজ ১/৭)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০/১০ (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।
Discussion about this post