তেমনটা একটা লড়তে পারলেন না ব্যাটসম্যানরা। বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়েও ফিরলেন তামিম ইকবাল, মুমিনুল হক আর মাহমুদউল্লাহ রিয়াদ। তারপরও শনিবার স্বস্তির জায়গা খুঁজে পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে এবারই প্রথম দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাচ্ছে টাইগাররা। আগের চার টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল দল।
আর শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ইনিংসে বাংলাদেশ অলআউট ৩২০ রানে। প্রোটিয়াদের লিড ১৭৬ রানের। যদিও টাইগাররা ব্যবধান আরো কমিয়ে আনতে পারতো। এক পর্যায়ে দলের রান ছিল ৫ উইকেটে ২৯২। কিন্তু এরপর ২৮ রানে বাকী উইকেট শেষ।
তারপরও প্রোটিয়াদের মাঠে পঞ্চম টেস্টে এসে প্রথমবার স্বাগতিকদের দুইবার ব্যাট করাতে পারছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চকে ছাড়াতে পারেনি দল। ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ এখনও নাম্বার ওয়ানে।
ম্যাচে শনিবার বাংলাদেশের হয়ে তামিম করেন ৩৯ রান। মুমিনুল ৭৭। আর মাহমুদউল্লাহর ব্যাটে লড়াকু ৬৬। অন্যরা নামের প্রতি সুবিচার করে খেলতে পারলেন না!
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০ (আগের দিন ১২৭/৩) (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬/৩ (ইনিংস ঘোষণা)
Discussion about this post