অনেকদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে একটি তিনদিনের প্রাকটিস ম্যাচ আয়োজন করা হয়েছে। সোমবার থেকে খুলনায় ওই ম্যাচ । সেই ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরবেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচটিকে সামনে রেখে লাল ও সবুজ দু’দল করা হয়েছে। জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে লাল দলে আছেন মাশরাফি। প্রধান নির্বাচক আকরাম খানও নিশ্চিত করেছেন মাশরাফি খেলবেন।
গত ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালের পর থেকেই ইনজুরিতে। প্রথমে পায়ের পাতায় ব্যথা। তারপর হাঁটুর পুরনো সমস্যা। দুয়ে মিলে আর মাঠে ফেরা হয়নি। তবে প্রাকটিসে আছেন কিছুদিন ধরেই। নির্বাচকরা বারবার বলছেন-‘আমরা ম্যাচফিট মাশরাফিকে চাই।’
মাশরাফি মাঠে ফিরতে মুখিয়ে থাকলেও নিশ্চিত করে কিছু বলতে নারাজ। তার কথা, ‘এখনই পরিষ্কার মন্তব্য করা কঠিন। আমি আমার মতো অনুশীলন করছি। চেষ্টা করছি ইনশাল্লাহ। এখানে শুধু আমার সিদ্ধান্তটাই তো আর হবে না। নির্বাচকরা আছেন, কোচ আছেন, অধিনায়ক আছে-সবার সঙ্গে কথা বলতে হবে। তারপর আমি কেমন বোলিং করি সেটাও একটা ব্যাপার। সুতরাং এখনই বলা খুব কঠিন।’
লাল দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, নাসির হোসেন, শামসুর রহমান শুভ, মাশরাফি মর্তুজা, আবদুর রাজ্জাক, মুকতার আলী, শফিউল ইসলাম ও সাজেদুল ইসলাম।
সবুজ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, এনামুল হক বিজয়, মমিনুল হক, রকিবুল হাসান, মেহরাব জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক, রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন ও আল-আমিন।
Discussion about this post