পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথমে ব্যর্থ বোলাররা। তারপর ব্যাটসম্যানরাও ঠিক প্রত্যাশা মতো লড়ে যেতে পারছেন না। তারপরও কিছুটা হলেও স্বস্তিতে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাট আশা দেখাচ্ছে দলকে। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নেমে শুক্রবার ৩ উইকেট হারিয়ে ১ম ইনিংসে তুলেছে ১২৭ রান। সাজঘরে ফিরেছেন বাংলাদেশ হারিয়েছে লিটন দাস, ইমরুল কায়েস ও অধিনায়ক মুশফিকুর রহীম।
ওপেনিংয়ে নামতে না পারা তামিম ইকবাল আছেন ২২ রানে অপরাজিত। সঙ্গে ব্যাটিংয়ে মুমিনুল হক ২৮ রানে। তাদের ব্যাটই কিছুটা হলেও আশা জাগিয়ে রেখেছে। তবে ম্যাচের ড্রাইভিং সিটে যে স্বাগতিকরা, সেটা বলে দেয়ার প্রয়োজন পড়েনা। ১৪৬ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ৩ উইকেট নেই ২৬ ওভারে!
অবশ্য মুশফিক বরাবরের মতো লড়েছিলেন। কিন্তু ৪৪ রান করে তিনি ফিরে যান ড্রেসিং রুমে। দীর্ঘ সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামা সহজ ছিল না লিটন দাসের। চারটি চারে ২৮ বলে ২৫ রান করেন তিনি। অন্য ওপেনার ইমরুল কায়েস ফিরেন ৭ রানে।
তার আগে নাটকীয়ভাবে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। চা-বিরতির আগে তেমন কোনো ইঙ্গিত না থাকলেও ঠিক সেই কাজটি করে তারা। বিরতির সময়ই ইনিংস ঘোষণা করে দেয়।
৩ উইকেটে ৪৯৬ রানে ১ম ইনিংস ঘোষণা করে তারা। আগের দিনের অপরাজিত হাশিম আমলা তুলে নেন শতরান। ১৩৭ রানে আউট হলেন আমলা। ভাঙল ২১৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এটি ৭০ হাজারতম উইকেট! ২৭তম টেস্ট সেঞ্চুরিতে স্পর্শ করেন গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকান রেকর্ড। ১১৭ টেস্টে ২৭ সেঞ্চুরি করেন স্মিথ। আমলা তাকে ছুঁয়ে ফেললেন ১০৮ টেস্টে।
আমলাকে ফেরান শফিউল ইসলাম। টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এটি ৭০ হাজারতম উইকেট। ১৯৯ রানে হতাশা নিয়ে বিদায় নেন ডিন এলগার। তার ৩৮৮ বলের ইনিংসে ছিল চার ১৫টি, ছক্কা ৩টি।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ (ডি.) (এলগার ১৯৯, মারক্রাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, দু প্লেসি ২৬*; মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১২৭/৩ (ইমরুল ৭, লিটন ২৫, মুমিনুল ২৮*, মুশফিক ৪৪, তামিম ২২*; মর্কেল ১/৩৪, রাবাদা ১/৩৮, মহারাজ ১/২৩, অলিভিয়ের ০/২৭, ফেলুকওয়ায়ো ০/৪)
Discussion about this post