অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটাররা যে রেকর্ড গড়তে পারেন নি, তাই করে দেখালেন ডেভিড ওয়ার্নার। শততম ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান বনে গেলেন তিনি। বৃহস্পতিবার পেয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের দেখা। ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বেঙ্গালুরুতে ১১৯ বলে ১২৪ রান করেন ওয়ার্নার। এটি এই মারকুটে ব্যাটসম্যানের ১৪তম ওয়ানডে শতরান।
ইতিহাসে শততম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিটি এসেছিল ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের ব্যাট থেকে। বাংলাদেশের সাবেক এই কোচ ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় করেন অপরাজিত ১০২ রান। তারপর এই রেকর্ড ছুঁয়েছেন ক্রিস কেয়ার্নস, মোহাম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক ও রামনরেশ সারওয়ান। সেই অভিজাত তালিকায় এবার যোগ হল ওয়ার্নারের নাম।
এমনিতে শততম ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গেইলের দখলে। সেটি ভাঙ্গা হয়নি। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করেন অপরাজিত ১৩২ রান।
ওয়ার্নার বৃহস্পতিবার বেঙ্গালুরুতে করেন ১২৪ রান। অ্যারন ফিঞ্চ ৯৪। উদ্বোধনীতে ২৩১ রানের জুটি। এই তারপরও ভারতের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়া তুলে ৩৩৪ রান।
Discussion about this post