পাকিস্তান ক্রিকেট দলের অপরিহার্য সদস্য ছিলেন দু’জন। খেলে গেছেন দীর্ঘদিন। সময়ের পথ পরিক্রমায় এখন সাবেকদের কাতারে মিসবাহ-উল-হক ও ইউনিস খান। ক্রিকেটকে গুডবাই বলেছেন তারা। তাদের ছাড়া নতুন এক বাঁকে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট। নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার থেকেই টেস্টে নতুন পথচলা শুরু হচ্ছে দেশটির। আবুধাবিতে এদিন শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে নামবে তারা।
এক দশকের বেশি সময় ধর মিসবাহ-ইউনিসের হাতধরে এগিয়েছে পাকিস্তান টেস্ট ক্রিকেট। দেশের হয়ে দু’জন মিলে খেলেছেন ১৯৩টি টেস্ট। করেন ১৫ হাজার ৩৩১ রান, শতরান ৪৪টি। একসঙ্গে খেলা টেস্টে তাদের রয়েছে ১৫টি সেঞ্চুরি জুটি। তাদের ছাড়াই এবার ভাবতে হচ্ছে। অধিনায়ক সরফররাজ বলছিলেন, ‘অবশ্যই তারা যে শূন্যতা তৈরি করে গেছেন, সেটা পূরণ করা সহজ হবে না। তারা আমাদের ব্যাটিংয়ের মেরুদ- ছিলেন। তবে আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন মনে করা হয় ইউনিস খানকে। টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান (১০ হাজার ৯৯ রান) সংগ্রাহক তিনি । পাকিস্তানের মিডল অর্ডারে আস্থার অপর নাম ছিলেন মিসবাহ। তার হাত ধরেই টেস্টে নাম্বার ওয়ান হয়েছিল পাকিস্তান।
পাকিস্তান-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে।
Discussion about this post