দক্ষিণ আফ্রিকার অচেনা বাউন্সি পিচে প্রস্তুতি ম্যাচেই চোট নিয়ে নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরমধ্যে তামিমের অবস্থা ভাল হলেও সৌম্য পরের টেস্টে খেলতে পারবেন কীনা তা নিশ্চিত নয়। তিনি হাতে ব্যথা পাওয়ায় তিনিও প্রথম টেস্টে অনিশ্চিত। এনিয়ে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সৌম্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি গুরুত্ব কিছু হয়ে থাকে তবে তার পরবর্তী খেলোয়াড় খোঁজা হবে।’
তবে বিসিবির তরফ থেকে জানা গেল, অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তকে সৌম্যর পরিবর্তে দলে নেয়া হবে। সমস্যা হলে বিসিবি ঢাকা থেকে শান্তকে দক্ষিণ আফ্রিকায় পাঠাবে। প্রস্তুতি ম্যাচে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর আর তাকে মাঠে দেখা যায়নি। প্রাথমিকভাবে ইনজুরি খুব গুরুতর না হলেও অপেক্ষা করতে হচ্ছে স্ক্যান রিপোর্টের জন্য। ২৪ ঘণ্টার মধ্যে স্ক্যান রিপোর্ট হাতে পাবে বাংলাদেশ। এরপরই প্রথম টেস্টের স্কোয়াডে তামিম থাকবেন কিনা সিদ্ধান্ত নেয়া হবে।
তবে তামিম ফিরতে আশাবাদী। তিনি বলেন ‘বুঝতে পারছি না চোট কতটা গুরুতর। একটু পরেই স্ক্যান করাতে যাব। রিপোর্ট হাতে পেলে বুঝতে পারব। বলতে পারেন ফিফটি-ফিফটি। সবটাই নির্ভর করছে আমি কতটা দ্রুত সেরে উঠতে পারি। আগামী দু-একদিনের মধ্যে বুঝতে পারব কতটা দ্রুত সেরে উঠছি।’
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। যেখানে আগে থেকেই নেই সাকিব আল হাসান। বেশি ক্রিকেটে ক্লান্ত এই বিশ্বসেরা অলরাউন্ডার ছুটি নিয়েছেন।
Discussion about this post