বৃষ্টির বাধা পেছনে ফেলে এরইমধ্যে শেষ হয়েছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসরের প্রথম রাউন্ড। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে শুক্রবার। লিগের প্রথম স্তরে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে লড়বে বরিশাল বিভাগ। আগেই নিশ্চিত হয়েছে এই ম্যাচে খেলবেন খুলনার মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন এই তারকা পেসার। দিনের আরেক ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ।
দ্বিতীয় স্তরে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ সিলেট বিভাগ। একই স্তরের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ লড়বে চট্টগ্রাম বিভাগের সঙ্গে। এর আগে প্রথম রাউন্ডে একমাত্র জয় পায় রাজশাহী বিভাগ। ঘরের মাঠে তারা হারায় সিলেট বিভাগকে। বাকি তিনটি ম্যাচই ড্র হয়েছে।
প্রথম রাউন্ডের খেলায় নিজেদের মাঠে লড়ে ঢাকা মেট্রোর বিপক্ষে হার এড়ায় চট্টগ্রাম বিভাগ। বৃষ্টির কারণে কক্সবাজারে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ নিষ্প্রাণ ড্র হয়। খুলনায় স্বাগতিক দল ড্র করেছে রংপুর বিভাগের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সফরের কারণে মাশরাফি ছাড়া জাতীয় দলের অন্য ক্রিকেটাররা ঘরোয়া এই টুর্নামেন্ট মিস করছেন।
Discussion about this post