হিসেবের ছক উল্টে দেয়া কিছু ঘটেনি। বিস্ময় জাগিয়ে আলোচনায় উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাইতো বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিটটাও মিলেনি। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় অবশ্য বাংলাদেশের সঙ্গে আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের জন্য দলগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকার শর্ত দিয়েছিলো। ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের আটে ওঠার পথ বন্ধ হয়ে যায়। ওয়ানডে র্যাংকিংয়ে ৮৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপের মূলপর্বে উঠে গেল। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে ক্যারিবিয়ানরা আছে র্যাংকিংয়ের নয়ে।
আইসিসি নিজেদের ওয়েবসাইটে ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া দলগুলোর তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার। অষ্টম ও শেষ দল হিসেবে এতে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়া অপর দলগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি র্যাঙ্কিংয়ের তলানির বাকি তিনটি দল আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে আগামী বছর বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে। এদের সঙ্গে যোগ দেবে আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ চার দল এবং আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ এর দুই শীর্ষ দল। ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ঐ টুর্নামেন্টে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি দল ১০ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে।
Discussion about this post