অনেক দিন পর জাতীয় ক্রিকেট লিগে ফিরেই চমক দেখিয়েছেন মাশরাফি বিন মতুর্জা। বল হাতে আগুণ ঝরিয়েছেন তিনি। সোমবার আবু নাসের স্টেডিয়ামে ড্র হওয়া খুলনা-রংপুর ম্যাচ শেষে জানালেন দ্বিতীয় ম্যাচেও তিনি খেলবেন। তার দল খুলনার বিভাগের কোচ এমদাদুল বাশার রিপন এই খবর নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিতেই মুলত মাশরাফির লিগে খেলছেন। তারই অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর আবারো সাদা জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। সেই ম্যাচে তার দল খুলনা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে শেখ আবু নাসের স্টেডিয়ামে।
এমদাদুল বাশার রিপন জানান, ‘মাশরাফি দলে থাকা মানেই বাড়তি অনুপ্রেরণা। ও ড্রেসিংরুমে থাকলে অন্য খেলোয়াড়রাও দারুণ উজ্জীবিত থাকে। মাশরাফি পরের ম্যাচে খেলবে বলে আমাদের জানিয়েছে। আশা করছি, পরের ম্যাচে একই রকম মাশরাফিকে পাবো আমরা।’
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ। সখোনে দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। তাইতো মাসের শুরুতেই ঢাকা ছাড়বেন তিনি। তার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক।
ওয়ানডে সিরিজ-
প্রস্তুতি ম্যাচঃ ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডেঃ ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডেঃ ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডেঃ ২২ অক্টোবর।
Discussion about this post