বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রস্তুতি এগিয়ে চলেছে। পঞ্চম আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আগামী শনিবার দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ন এ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফ্র্যাঞ্চাইজিরা শেষবারের মতো হিসেবনিকেশে বসতে যাচ্ছেন শনিবার। এদিনই প্লেয়ার ড্রাফটের মাধ্যমে আরও ক্রিকেটার দলে টানবেন ফ্র্যাঞ্চাইজিরা।
এ বছরের ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। নতুন যোগ দেওয়া সিলেট সিক্সার্স সহ এবারের আসরে মোট দল সাতটি। অন্য দলগুলো হল- ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংস। উল্লেখ্য, বিপিএলের পাওনা পরিশোধ করতে না পারায় এবং শর্ত লঙ্ঘন করার কারণে এবার বরিশাল বুলসকে অংশ নেয়ার সুযোগ দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের পঞ্চম আসরে প্রত্যেক দলের হয়ে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় একাদশে থাকতে পারবেন। সিলেট স্টেডিয়ামে আগামী ২ নভেম্বর উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে।
Discussion about this post