বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে পাকিস্তানের লাহোর পৌঁছেছেন তামিম ইকবাল। দলের প্রথম ক্রিকেটার হিসেবে লাহোরে পৌঁছেছেন তিনি। ফ্যাফ ডু প্লেসিসের অধিনায়কত্বে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই। দলটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচটি ১৩ সেপ্টেম্বর ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।
সেই ২০০৯ সাল থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে পাকিস্তান। লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই। এবার সেখানে ক্রিকেট ফেরাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার অংশ হিসেবেই এই আয়োজন।
লাহোরে পিএসএল ফাইনাল আয়োজনের পরই ক্রিকেটারদের প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয় পাকিস্তানের সরকারের পক্ষ থেকে। তারপরই আন্তর্জাতিক একাদশের এই সিরিজটি আয়োজনের ব্যাপারে একমত হয় আইসিসি।
তামিমও হাসিমুখেই সেখানে খেলতে গেলেন। তিনি বলেন, ‘আমি নিজেকে খুবই গর্বিত ভাবছি। এখানে বিশ্বের সেরাসেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। একই সঙ্গে একটি দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে ভুমিকা রাখতে পেরে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি।’ একইসঙ্গে আরো বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য আইসিসি যে পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’
চলুন দেখে নেই দুই দলে কারা খেলবেন-
পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আমির, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আযম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, আমের ইয়ামিন, রুমান রাঈস, উসমান খান ও সোহেল খান।
বিশ্ব একাদশ স্কোয়াড
ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন সামি,পল কলিংউড, স্যামুয়েল বাদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।
Discussion about this post