কে বলবে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি। বয়স ৩৫ ছাড়িয়েছে। পেস বোলারদের জন্য এটি বিদায়েরই সময়। কিন্তু এই বয়সেও তার ম্যাজিক কমছে না। এইতো দু’দিন আগেই প্রথম ইংলিশ পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এবার আরো একটা অর্জন যোগ হল জেমস অ্যান্ডারসনের নামের পাশে। লর্ডস টেস্টের তৃতীয় দিনে শনিবার ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে শত বছরের সেরা এক রেকর্ড গড়ে ফেললেন।
লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নিয়ে তিনি। গত ১০৪ বছরে তার চেয়ে বেশি বয়সে এতো ভালো বোলিং কোনো পেসারের নেই।
অ্যান্ডারসনের বয়স টেস্ট শুরুর দিনে ছিল ৩৫ বছর ৩৯ দিন। ১৯১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ৫৬ রানে ৮ উইকেট নেন ইংল্যান্ডের সিডনি বার্নস। তখন এই পেসারের বয়স ছিল ৪০ বছর ২৫১ দিন।
সর্বশেষ ১০০ বছরে অ্যান্ডারসনের চেয়ে বেশি বয়সে ৭ উইকেট আছে শুধু একজনের। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানা টেস্টে ৮০ রানে ৭ উইকেট নেন ইমরান খান। পাকিস্তান সাবেক অধিনায়কের বয়স তখন ছিল ৩৫ বছর ১২৯ দিন।
২০০৩ সালে যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। তারপর এই দীর্ঘ পথ পাড়ি দিলেন তিনি। উঠে গেলেন গ্রেটদের কাতারে।
Discussion about this post