অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক আলোচিত সেই সিরিজ শেষ হয়েছে। সামনে নতন চ্যালেঞ্জ বাংলাদেশের। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে দল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মুশফিকুর রহীম বেশ আশাবাদী। টেস্ট অধিনায়ক বললেন, ‘সামনে আমাদের বেশ কিছু খেলা আছে। আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবো। এরপর শ্রীলঙ্কা আমাদের এখানে আসবে। আশা করি সামনের সিরিজগুলোতে আমরা আমাদের সাফল্য বজায় রাখতে পারবো।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি-
তিনদিনের প্রস্তুতি ম্যাচ: ২১-২৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
টেস্ট সিরিজ-
প্রথম টেস্টঃ ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবরব।
দ্বিতীয় টেস্টঃ ৬-১০ অক্টোবর।
ওয়ানডে সিরিজ-
প্রস্তুতি ম্যাচঃ ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডেঃ ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডেঃ ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডেঃ ২২ অক্টোবর।
টি-টুয়েন্টি সিরিজ-
প্রথম টি-টুয়েন্টিঃ ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টুয়েন্টিঃ ২৯ অক্টোবর।
Discussion about this post