অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো ভাল করেছেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন তারা। তারই পথ ধরে টেস্ট র্যাংকিং-এ উন্নতি হয়েছে মুশফিক ও সাব্বিরের। বেড়েছে রেটিং পয়েন্ট।
চট্টগ্রাম টেস্টে ৬৮ ও ৩১ রান করেন মুশফিক। এ অবস্থায় ২২তম স্থানে উঠেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তার ক্যারিয়ার সেরা রেটিং এখন ৬৫৮। চট্টগ্রাম টেস্টে প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৬৬ ও ২৪ রান করেন সাব্বির। এ অবস্থায় র্যাকিংয়ে ২২ ধাপ উন্নতিতে ৭৩ নম্বরে উঠেছেন তিনি।
তামিম ইকবাল ও সাকিব আল হাসান ঢাকা টেস্টের পর র্যাংকিংয়ের ১৪ ও ১৭তম স্থানে ছিলেন তামিম ও সাকিব। সিরিজ শেষে তামিম ১৬ ও সাকিব ১৮তম স্থানে নেমে গেছেন।
আইসিসির সব শেষ প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তার রেটিং পয়েন্ট ৯৩৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসিান মিরাজেও। অজিদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ এগিয়েছেন ১২ ধাপ। আছেন তিনি ৪৩ নম্বরে। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে উঠেন ২৯ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তবে হারিয়েছেন ৩৩ পয়েন্ট। মিরপুর টেস্টের পর ক্যারিয়ার সর্বোচ্চ ৪৮৯ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। সেটি কমে এখন হয়েছে ৪৫৬। দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যবধান তার ব্যবধান ২৬ পয়েন্ট।
Discussion about this post