অবশেষে সূর্য হেসে উঠেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মুষলধারে বৃষ্টি থেমে গেছে দুপুর সাড়ে ১২টার আগেই। তারপর বুধবার দুপুর সোয়া একটায় শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা।
তৃতীয় দিনের জন্য ব্যাটিং করতে উইকেটে নেমেছেন দুই অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৯২) ও পিটার হ্যান্ডসকম্ব (৭৮)। অস্ট্রেলিয়া দল ২ উইকেট হারিয়ে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করল।
এর আগে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ১ম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে ৬৫ রানে পিছিয়ে ছিল।
দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে টাইগাররা। ১ম টেস্টে মিরপুরে মুশফিকের দল জিতেছে ২০ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৩.২ ওভারে ৩০৫ (আগের দিন ২৫৩/৬) (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৪ ওভারে ২২৫/২ (রেনশ ৪, ওয়ার্নার ৮৮*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৬৯*; মিরাজ ০/৫৩, মুস্তাফিজ ১/৪৫, সাকিব ০/৫২, তাইজুল ১/৫০, নাসির ০/৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)
Discussion about this post