ঢাকা টেস্ট শুরু হচ্ছে রোববার থেকে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই ক্রিকেট উত্তেজনা মাঠে বসে দেখতে এবার দর্শক আগ্রহ তেমন একটা নেই! ঈদ আর বন্যার প্রভাব পড়েছে যেন ক্রিকেট মাঠে। মাসখানেকের বেশি সময় ধরে দেশের বড় একটা অংশ জুড়ে বন্যার ভয়াবহতা গ্রাস করেছে। এ কারণেই ঢাকা টেস্টের টিকিট নিয়ে ক্রিকেট ভক্তদের তেমন আগ্রহ নেই। অথচ আগের যে কোন সিরিজেই টিকেট নিয়ে মারামারির দৃশ্যও চোখে পড়েছে।
তবে এবার আগ্রহ না থাকার প্রধান কারণ হিসেবে কাজ করছে আসন্ন ঈদুল আযহা। ২ সেপ্টেম্বর এই ধর্মীয় উইসব। তার আগে এখন ব্যস্ততায় দিন কাটছে সবার। নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই ধরেছেন বাড়ির পথ। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। আগামী কয়েকদিনে ফাঁকা হতে থাকবে ঢাকা। সঙ্গে বন্যাও প্রভাব ফেলেছে মিরপুর টেস্টে। এ কারণেও টিকট কাউন্টারের দর্শক ভাটা।
শনিবার সকালে মিরপুর ১০ নম্বরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে দেখা মিলল- টিকিট বিক্রির বুথ বা কাউন্টারে কোনো ভিড় নেই! অল্প কজন ক্রেতা কোন ঝামেলা ছাড়াই টিকিট কিনে নিলেন। এমন কী কোনো কোনো বুথ নির্ধারিত সময়েও খোলা হয়নি! খুলে লাভ কি, ক্রিকেটপ্রেমীই যে নেই!
এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তেমন তৎপর হতে দেখা যায়নি। টেস্ট চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে।
টিকিটের মূল্য তালিকা-
ইস্টার্ন স্ট্যান্ড- ৫০ টাকা
নর্দার্ন স্ট্যান্ড-৮০ টাকা
সাউদার্ন স্ট্যান্ড- ৮০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড- ২০০ টাকা
শহীদ জুয়েল স্ট্যান্ড-২০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড সাউথ- ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ- ৫০০ টাকা
ডিরেকটর্স এনক্লোজার- ৫০০ টাকা
বিসিবি ডিগনিটারিজ- ৫০০ টাকা
বিসিবি ডিরেকটর্স লাউঞ্জ- ১ হাজার টাকা
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর)-১ হাজার টাকা
Discussion about this post