আষাঢ় শেষ। বিদায় নিয়েছে বৃষ্টি মুখর শ্রাবনও। কিন্তু কিছুতেই আকাশ থেকে জলের অবিরাম ধারা থামছে না। প্রায় প্রতিদিনই ঝরছে অঝোর ধারার বৃষ্টি! বুধবার এ কারণেই অনুশীলনটাও ঠিক মতো করতে পারলো না অস্ট্রেলিয়া।
অজি দলের অনুশীলন করার কথা ছিল সকাল ১০টা থেকে। কিন্তু তারা মিরপুরের শেরবাংলায় এসেছে বেলা পৌনে একটায়। কিছুই করার ছিল না। বৃষ্টির বাধায় হোটেলেই অলস সময় কাটাতে হয়েছে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারদের।
বেলা গড়াতেই অবশ্য রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। এর মধ্যেই সফরকারীরা সেরেছেন অনুশীলন। তবে প্রশ্ন উঠেছে ২৭ আগস্ট থেকে হোম অব ক্রিকেটে শুরু ঢাকা টেস্ট বৃষ্টির বাধা কাটিয়ে হবে তো?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে যা লেখা তাতে শঙ্কা থাকছেই। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে- আগামী দুই দিন বৃষ্টি কম থাকলেও ২৬ আগস্ট রাত থেকে শুরু হবে প্রবল বৃষ্টি।তখন বৃষ্টির মাত্রা হতে পারে ৩০ মিলিমিটার।
আবার ২৭ আগস্ট বিকেলে কমে এলেও সন্ধ্যা বা রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির মাত্রা। শুরু হতে পারে টানা বর্ষণ, যেটির স্থায়িত্ব হতে পারে দু-তিন দিন অথবা তারও বেশি।এর অর্থ বৃষ্টি পন্ড করে দিতে পারে ঢাকা টেস্ট। যদিও শেরবাংলার আউটফিল্ড এতোটাই ভাল যে বৃষ্টি থাকার ৩০ মিনিটের মধ্যে শুরু করা যাবে খেলা।
Discussion about this post