অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা না পেলেও মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদকে। এরইমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন রিয়াদ। আরেক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও এবারের আসরে এই ফ্রাঞ্জাইজির হয়ে খেলেছেন। দেশ ছাড়ার আগে ফেসবুকে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ক্যারিবিয়ান দীপপুঞ্জের পথে।’
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছেন রিয়াদ। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ খেলেছেন এই টুর্নামেন্টে।
এবার চলুন দেখে নেই রিয়াদের সিপিএল সূচি-
তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২৬ আগস্ট ২০১৭ | জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া | সকাল ৭টা | সাবিনা পার্ক, জ্যামাইকা |
২৭ আগস্ট ২০১৭ | জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | সকাল ৭টা | সাবিনা পার্ক, জ্যামাইকা |
৩১ আগস্ট ২০১৭ | জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস | ভোর ৫টা | সাবিনা পার্ক, জ্যামাইকা |
২ সেপ্টেম্বর ১৭ | জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন | সকাল ৭টা | সাবিনা পার্ক, জ্যামাইকা |
Discussion about this post