আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছেন আগেই! কিন্তু এখনো ক্রিকেটকে ছাড়তে পারেন নি শহীদ আফ্রিদি। বয়স ৩৭ ছাড়িয়ে গেলেও খেলে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসে নতুন এক অর্জন ছুঁয়ে গেল তাকে। টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো পেলেন সেঞ্চুরির স্বাদ!
ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে মঙ্গলবার ঝড়ো এক সেঞ্চুরিতে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। কোয়ার্টার ফাইনালে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে খেলেন ৪৩ বলে ১০১ রানের টনের্ডো ইনিংস। তার দল জিতে ঠিক ১০১ রানে।
ইমরান তাহিরের এক ওভারে ছক্কা ও চারে শতরান ছুঁয়ে ফেলেন ৪২ বলে।৪৩ বলে তার ১০১ রানের ইনিংসে ছিল ১০ চার ও ৭ ছক্কা। টি-টুয়েন্টি ক্যারিয়ারে ছক্কার ডাবল সেঞ্চুরিও করলেন এই ইনিংস খেলার পথে। এখন ২২২ ইনিংসে তার ছক্কা ২০৫টি।
মাত্র ২০ বলে করেন হাফসেঞ্চুরি। যা টি-টুয়েন্টিতে আফ্রিদির দ্রুততম। আর শতরান করেন ৪২ বলে। যেখানে মোট ১০টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি ছিল। ৮২ রানই এসেছে চার-ছয় থেকে। মোট কথা সেই পুরনো আফ্রিদিরই দেখা মিলল।
Discussion about this post