বাংলাদেশের জন্য তিনি আতঙ্কের আরেক নাম! একাধিকবার বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই আলােচিত আম্পায়ার আলিম দার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থাকছেন। দুটি টেস্ট পরিচালনার জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।
টেস্ট সিরিজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে থাকা আম্পায়াররা হলেন- পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং। তবে তাদের দুজনই এর আগে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন!
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠের আম্পায়ার থাকবেন আলিম দার ও নাইজেল লং। ইয়ান গোল্ড টিভি আম্পায়ার। ২৭ আগষ্ট মিরপুর শুরু হবে প্রথম টেস্ট।
৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু চট্টগ্রাম টেস্ট। যেখানে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইয়ান গোল্ড ও নাইজেল লং। আলিম দার থাকবেন এ টেস্টের টিভি আম্পায়ারের ভূমিকায়।
জানা গেছে বাংলােদশ-অস্ট্রেলিয়া সিরিজে থাকবে আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
Discussion about this post