কিংবদন্তিদেরও কিংবদন্তি তিনি। বাংলাদেশের ইতিহাসে সেরা অভিনেতাদের তালিকা করলে শীর্ষেই থাকবে তার নাম। সেই নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এই মহান অভিনেতার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ। কয়েক প্রজন্মকে অভিনয়ের মায়ায় বন্ধনে জড়িয়ে চলে গেছেন রাজ্জাক।
তাঁর এই মৃত্যুর শোকের ছুঁয়েছে ক্রীড়াঙ্গনকেও। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। নায়করাজের পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন সমবেদনা।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক আজ না ফেরার দেশে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা রইল ।’
বলা দরকার, সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জীবনের ইতি ঘটে নায়করাজ রাজ্জাকের। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
Discussion about this post