বাংলাদেশ সফরের আগে এখন ডারউইনে অনুশীলনে ব্যস্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এরইমধ্যে সোমবার থেকে শুরু করেছে প্রস্তুতি ম্যাচ। যেখানে ব্যাট হাতে ঝড় তুললেন পিটার হ্যান্ডসকম্ব। নিজেকে ভাল করেই ঝালিয়ে নিলেন তিনি ও অন্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। হ্যান্ডসকম্ব করলেন শতরান। হিল্টন কার্টরাইটের ব্যাটও কথা বলল।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৪ জনের দলে আছেন হ্যান্ডসকম্ব ও কার্টরাইট। এরমধ্যে হ্যান্ডসকম্ব করেন ১০৫।১৩০ বলে এই রান করেন তিনি। কার্টরাইট ৮১ রান করে ফিরেন সাজঘরে।তবে ডেভিড ওয়ার্নার মাত্র ৪ রানে ফিরে যান। তিনদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৬০ রানে ১ম ইনিংস ঘোষণা করে ডেভিড ওয়ার্নার একাদশ। এরপর ১ম দিন শেষে স্টিভেন স্মিথ একাদশ তুলেছে ২ উইকেট হারিয়ে ৩২ রান। অধিনায়ক স্মিথ ১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭ রানে অপরাজিত আছেন।
৬ ওভার করে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ । ১৩ ওভারে ৯৪ রানে উইকেটশূন্য থাকেন লেগস্পিনার সোপেয়সন।
২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ আগস্ট মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম টেস্ট শুরু। ঈদ-উল-আজহার পর ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম শুরু সিরিজের ২য় টেস্ট।
স্টিভেন স্মিথ একাদশ-
ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, মিচেল সোয়েপসন, জশ হেইজেলউড, টম অ্যান্ড্রু ও জ্যাকসন বার্ড।
ডেভিড ওয়ার্নার একাদশ-
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম, অ্যাশটন অ্যাগার, জ্যাক হুইটহেরাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা ও জন হল্যান্ড।
Discussion about this post