তাহলে এবার পাকিস্তানি ক্রিকেট ভক্তদের স্বপ্নপূরণ হচ্ছে? পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাতিপালা নিজেই এই ইচ্ছের কথা শুনালে। যদিও ২০০৯ সালে শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সময়ই ঘটেছিল সন্ত্রাসী হামলা। তখন অল্পের জন্য রক্ষা পায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা।
তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট একঘরে হয়ে আছে দলটি। মাঝে শুধু একবার জিম্বাবুয়ে দল তাদের দেশ সফর করেছিল। এসএলসি সভাপতি জানালেন, ‘আমি আশা করি শ্রীলঙ্কা ক্রিকেট দল নিয়ে পাকিস্তান সফর করতে পারব। এবার অন্তত নিরাপত্তার সমস্যা হবে না, সেটাই প্রত্যাশা করি।’ থিলাঙ্গা সুমাতিপালা আরো বলেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে। লাহোরে একটি ম্যাচ খেলতে চাই।’
পাকিস্তান ২০০৯ সালের পর থেকে তার হোম গ্রাউন্ডের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলছে। ২০১০ সালে ইংল্যান্ডে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। এবার নিজ দেশেই টেস্টের অপেক্ষায় পাকিস্তান। সব কিছু চূড়ান্ত হতে পারে আগামী সেপ্টেম্বরে। শ্রীলঙ্কান সভাপতি বলেছেন, ‘এশিয়ার একতার ওপরই নির্ভর করছে বিশ্ব ক্রিকেট। আমাদের একে অপরের সমস্যার কথা ভাবতে হবে, দেখতে হবে। আমরা বিষয়টা সেভাবেই দেখছি।’
কিন্তু বাস্তবতা হল পাকিস্তান জুড়েই বেশ কয়েকবছর ধরে সন্ত্রাসী কর্মকান্ড নিত্যদিনের ঘটনা। এ কারণে সেখানে ক্রিকেট খেলাটা নিরাপদ মনে করছে না টেস্ট খেলুড়ে দেশগুলো।
Discussion about this post