বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন এবার ভারতীয় ক্রিকেটারদের আয়ের হিসেব নিকাশ তুলে ধরেছে। আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০০ ক্রীড়াবিদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। কিন্তু মজার ব্যাপার হল পিছিয়ে নেই অবসর নেয়া ক্রিকেটাররাও। সবার ওপরে শচীন টেন্ডুলকার। সৌরভ গাঙ্গুলীও আছেন আয়ের দৌড়ে অনেক এগিয়ে। তার মোট সম্পদের আর্থিক মূল্য দেড় কোটি ডলার মানে ৯৯ কোটি রুপি প্রায়।
তবে বেশ কয়েকবছর আগে অবসর নেয়া শচীনের আয়ের অঙ্ক সত্যিই ইর্ষনীয়। খেলা ছাড়ালেও আয় কমেনি তার। ১৬ কোটি ডলার মানে ১ হাজার ৬৬ কোটি রুপির আর্থিক সম্পদ নিয়ে শীর্ষে আছেন তিনি। বিসিসিআই থেকে তাঁর আয় ২ কোটি রুপি ও নানা রকম এনডোর্সমেন্ট থেকে আয় ১৫ কোটি রুপি। দেশি-বিদেশি ২৪টি ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন তিনি।
৭৩৪ কোটি রুপি আর্থিক সম্পদ ধোনির। তিনি ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী ক্রিকেটার। আইপিএল থেকে মৌসুমপ্রতি আয় করেন ১৫ কোটি রুপি।
ভারতের শীষ ১০ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমাণ-
শচীন টেন্ডুলকার – প্রায় ১৬ কোটি ডলার(১ হাজার ৬৬ কোটি রুপি)
মহেন্দ্র সিং ধোনি – প্রায় ১১ কোটি ডলার (৭৩৪ কোটি রুপি)
বিরাট কোহলি – প্রায় ৬ কোটি ডলার (৩৯০ কোটি রুপি)
বীরেন্দর শেবাগ – প্রায় ৪ কোটি ডলার (২৫৫ কোটি রুপি)
ইউসুফ পাঠান – প্রায় ২ কোটি ৬৫ লাখ ডলার (১৭০ কোটি রুপি)
সুরেশ রায়না – প্রায় ২ কোটি ৩৪ লাখ ডলার (১৫৯ কোটি রুপি)
যুবরাজ সিং – প্রায় ২ কোটি ২৮ লাখ ডলার (১৪৬ কোটি রুপি)
রোহিত শর্মা – প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলার (১২৪.৫ কোটি রুপি)
গৌতম গম্ভীর – প্রায় ১ কোটি ৫২ লাখ ডলার (১০১.২ কোটি রুপি প্রায়)
সৌরভ গাঙ্গুলি – প্রায় ১ কোটি ৫০ ডলার (৯৯ কোটি রুপি)
Discussion about this post