অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে তিনদিনের প্রস্তুতি ম্যাচের শুরুতেই বল হাতে চমক দেখালেন শফিউল ইসলাম। এই পেসার তুলে নিলেন ৫ উইকেট। অবশ্য ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি! এরমধ্যে শফিউলের বোলিংয়ের বিপযর্য়ের মুখের পড়ে মুশফিক একাদশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহীম। শফিউল একাই তুলে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে দিনশেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে তামিম একাদশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দুদলে ভাগ হয়ে ম্যাচটি খেলছেন তামিম-মুশফিকরা।
বুধবার বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুপুর পৌনে একটায়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন শফিউল ইসলাম। তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। এই পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের ফেরার দাবীটা জোড়াল করলেন তিনি।
কিন্তু ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার। মাত্র ১ রানে ফিরেন তিনি। ইমরুলের ব্যাটে প। নামজমুল হাসান শান্ত অবশ্য করেন ৫৩ রান।
তামিম একাদশ –
তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ও সাকলাইন সজীব।
মুশফিক একাদশ –
মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, শুভাশিস রায়, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান ও সঞ্জিত সাহা।
সংক্ষিপ্ত স্কোর-
মুশফিকের দল: ১৪০/৯ (ডিক্লে.) (সৌম্য ১, ইমরুল ৫, শান্ত ৫৩, মাহমুদউল্লাহ ০, মুশফিক ৩০, সোহান ১৬, তাইজুল ২৬, সাকলাইন ১, রুবেল ১, ; শফিউল ৭.১-৩-১৭-৫, তাসকিন ৯-১-৩২-১ , মুস্তাফিজ ৯-৪-১৫-১, রাব্বি ৪-০-১৭-০, সঞ্জিত ৬-০-১৯-১, সানজামুল ১১-২-৩২-১, তানবীর ১-০-০১-০)।
তামিমের দল: ১৭ ওভারে ৪৯/১ (তামিম ২৩*, লিটন ৫, মুমিনুল ১৯*)
Discussion about this post