ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম ম্যাচে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি সাকিব আল হাসানের। ম্যাচে তার দলও হেরে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে তার সেই চেনা অলরাউন্ডারিং পারফরম্যান্স। এরই পথ ধরে ঘুরে দাঁড়াল তার দল জ্যামাইকা তালাওয়াস।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জ্যামাইকা ও বার্বাডোস ট্রাইডেন্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জ্যামাইকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে সাকিবের দল। জবাবে নেমে ১৪২ রান তুলে অলআউট ট্রাইডেন্টস। ১২ রানে জয় তুলে নেয় জ্যামাইকা।
ম্যাচে সাকিব অপরাজিত ছিলেন ৪৪ রানে। ৩২ বলে ৫ চার ও ১ ছক্কা হাঁকিয়ে তিনি এই ইনিংসটি খেলেন। আন্দ্রে ম্যাকার্থি ৪৪ বলে করেন ৬০ রান। তার সঙ্গে পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন সাকিব।
বল হাতেও এদিন সফল সাকিব। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। ১২ রান খরচার সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি। ক্রিশমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামসও একটি করে উইকেট নেন। তবে ম্যাচের সেরা হন আন্দ্রে ম্যাকার্থি।
Discussion about this post