এবার ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল)শুরুটা ভাল করতে পারলেন না সাকিব আল হাসান। নিজে ব্যর্থ। ব্যর্থ তার দল। তার দল জ্যামাইকা তলাওয়াস ১২ রানে হারল বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বার্বাডোজ। জ্যামাইকার বোলারদের আক্রমনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। ডোয়াইন স্মিথ ২৮ ও পার্নেলের ব্যাটে ২৫ রান। জ্যামাইকার হয়ে সান্তোকি ও ইমাদ ওয়াসিম নিয়েছেন ২ টি করে উইকেট। ৪ ওভার বল করে ২৬ রানে একটি উইকেট নেন সাকিব।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট কুমার সাঙ্গাকারা। তারপর সেই ধাক্কা সামলে উঠা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যামাইকা। সাকিব মাত্র ১ রান করে ধরেন সাজঘরের পথ। ওপেনার সিমন্স ৫৩ রানে এই ওপেনার আউট হলে স্বপ্ন শেষ হয়ে যায় জ্যামাইকার। শেষ পর্যন্ত ১৩০ রানেই থামে তাদের ইনিংস। ১২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।
সাকিব আল হাসান- জ্যামাইকা তলাওয়াস
তারিখ | সময় | প্রতিপক্ষ |
৬ আগস্ট | রাত ১টা | বার্বাডোজ ট্রাইডেন্টস |
৯ আগস্ট | ভোর ৬টা | ত্রিনবাগো নাইট রাইডার্স |
১৫ আগস্ট | ভোট ৪টা | সেন্ট লুসিয়া স্টার্স |
মেহেদী হাসান মিরাজ-ত্রিনবাগো নাইট রাইডার্স
তারিখ | সময় | প্রতিপক্ষ |
৭ আগস্ট | ভোর ৬টা | সেন্ট লুসিয়া স্টার্স |
৯ আগস্ট | ভোর ৬টা | জ্যামাইকা তলাওয়াস |
১১ আগস্ট | সকাল ৭টা | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
১২ আগস্ট | সকাল ৭টা | বার্বাডোজ ট্রাইডেন্টস |
Discussion about this post