অনিশ্চয়তা উবে গেছে অনেক আগেই। বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইেয় (পিএসজি) নাম লেখানো এখন সময়ের ব্যাপার মাত্র। এবার কেবল আনুষ্ঠানিকতা বাকী। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কাতার গিয়ে মেডিক্যাল টেস্ট করার কথা ছিল তার। কিন্তু কাতারে নয়; মেডিক্যাল টেস্টে করানোর জন্য পোর্তো গেলেন নেইমার। এরপরই কাগজ-কলমের চুক্তিটাও হয়ে যাবে। আর সেটা হলেই নতুন এক ইতিহাস গড়া হয়ে যাবে। এই ব্রাজিলিয়ানই হতে যাচ্ছেন এই গ্রহের সবচেয়ে দামী ফুটবলার। বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলবদল করতে হচ্ছে। বাংলাদেশি টাকায় যা ২ হাজার ১০৬ কোটি প্রায়।
স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে পিএসজিতে নেইমারের বছরে মূল বেতন ৩০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ২৮৭ কোটি। যা কীনা বার্সেলোনায় তাঁর বেতনের প্রায় দ্বিগুণ। দল বদলের পেছনে এমন মোটা অঙ্কের অর্থ বড় ভূমিকা রেখেছে। তাছাড়া নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো ‘সাইনিং বোনাস’ দেবে পিএসজি।
প্যারিসের এই ক্লাবটিতে যোগ দিয়ে দুই হাতে অর্থ কামাবেন নেইমার। পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, সেসবের আয় থেকে নির্দিষ্ট হারে অর্থ পাবেন তিনি। একইসঙ্গে ব্রাজিলে যাওয়ার জন্য তাকে দেয়া হবে একটা ব্যক্তিগত জেটবিমান। সব মিলিয়ে আবেগের কাছে পেশাদারিত্বের হার হয়েছে। স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি দেয়ার পেছনে অর্থেরও ছিল বড় ভূমিকা। ক্লাবটির মধ্যপ্রাচ্যের মালিকের একান্ত ইচ্ছেয় তিনি লাম লেখাচ্ছেন পিএসজিতে।
বিদায় বেলায় নেইমার শুভেচ্ছা পেলেন প্রিয় বন্ধু, সতীর্থ লিওনেল মেসির। এই বার্সা কিংবদন্তি সামাজািক যোগাযোগা মাধ্যমে লিখেন, ‘বন্ধু তোমার সঙ্গে এই বছরগুলো কাটানো ছিল অনেক আনন্দের। জীবনের নতুন ধাপে শুভকামনা জানাই তোমাকে।’
ট্রান্সফার মার্কেটের সবচেয়ে দামী ফুটবলার
ফুটবলার কোন ক্লাব থেকে কোন ক্লাবে দাম (ইউরো)
নেইমার বার্সেলোনা-পিএসজি ২২২ মিলিয়ন
পল পগবা জুভেন্টাস-ম্যানইউ ১০৫ মিলিয়ন
গ্যারেথ বেল টটেনহাম-রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন
ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানইউ-রিয়াল মাদ্রিদ ৯৪ মিলিয়ন
গঞ্জালো হিগুয়েইন নাপোলি-জুভেন্টাস ৯০ মিলিয়ন
Discussion about this post