শেষ পর্যন্ত শান্তির কপোত উড়ল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে সমঝোতা হল। বৃহস্পতিবার সকালে মিলল সুখবর। অবশেষে সমঝোতায় রাজি হয়েছে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন। এরই পথ ধরে নিশ্চিত হল নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ১৮ আগস্ট ঢাকায় আসার কথা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের।
নতুন চুক্তি ও পাঁচ বছরের সমঝোতা স্মারক হয়েছে দুই পক্ষের। তবে এ নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক এক বিবৃতিতে সবকিছুই জানানো হবে। একইসঙ্গে বাংলাদেশ সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটিও কেটে গেছে বলে জানিয়েছে সিএ।
এর আগে গত ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের চুক্তির মেয়াদ শেষ হয়। এর আগের চুক্তিতে সিএ-এর লভ্যাংশ পেতেন চুক্তিবদ্ধ ২৩০ জন ক্রিকেটার। কিন্তু নতুন প্রস্তাবিত চুক্তিতে সেটি বাদ দেওয়ার পরই ক্রিকেটাররা এক জোট হন। নতুন চুক্তির শর্তাবলি নিয়ে বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বের কারণে এক মাস ধরে চলে টানােপাড়েন।
গত মাসেঅস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করে। চুক্তি না হলে দল বাংলাদেশ সফরেও জানবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্টিভেন স্মিথরা। হুমকির মুখে পড়ে তাদের ভারত সফর ও অ্যাশেজও। সব মিলিয়ে ভয়াবহ এক সঙ্কটের মুখে পড়ে অজি ক্রিকেট। অবশেষে সেই ক্রিকেটারদের মুখেই হাসি। অনড় অবস্থানে থেকে তাদেরই জয় হল।
মৌলিক দিকগুলোতে একমত হয়ে দুই পক্ষ চুক্তিতে সই করেছে বৃহস্পতিবার। তবে এখনো সেই চুক্তির বিস্তারিত জানা যায়নি।
Discussion about this post