আত্মবিশ্বাসের কোন কমতি নেই। বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামার পর এখন চোখে চোখ রেখেই কথা বলে বাংলাদেশের ক্রিকেটাররা। আর এবার অস্ট্রেলিয়াকে দেশের মাঠে পাচ্ছে টাইগাররা। তাইতো দলের প্রধান কোচ দারুণ আত্মবিশ্বাসী। যেমনটা বলছিলেন চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমরা টেস্টে এরইমধ্যে কিছু উন্নতি করতে পেরেছি। এখন জানি কীভাবে এই উপমহাদেশে টেস্ট জিততে হয়। সেভাবেই পরিকল্পনা করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টেই জিততে চাইব আমরা। আমাদের কন্ডিশনে খেলা, প্রতিযোগিতামূলক সিরিজই হবে।’
যদিও আগষ্টে অস্ট্রেলিয়া আসবে কীনা সেটা এখনো নিশ্চিত নয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ঠিকই প্রস্তুতি নিচ্ছে। মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে ক্যাম্প। সেই ক্যাম্পেই আশাবাদী কথা শোনালেন কোচ।
অবশ্য ওয়ানডের মতো টেস্টে র্যাঙ্কিংয়ের উন্নতি হয়নি বাংলাদেশের। সেই ৯ নম্বরেই আছে টাইগাররা। সেই ব্যর্থতার বলয় কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। ইংল্যান্ডের পর এবার অজিদের চমকে দিতে চায় দল। বুধবার মিরপুরে হাথুরু বললেন, ‘দেখুন, আমার মনে হয়, টেস্টে আমরা কিছুটা এগিয়েছি। তাছাড়া নিজেদের কন্ডিশনে আমরা যথেষ্ট লড়াকু দল।’
অস্ট্রেলিয়া সিরিজের পরই টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর।সেখানে মানিতে নিতে পারবো তো বাংলাদেশ? হাথুরুসিংহে বললেন, ‘সত্যি বলতে কী আমাদের চ্যালেঞ্জটা হবে অস্ট্রেলিয়া সিরিজের মাত্র অল্প কিছুদিন পরই দক্ষিণ আফ্রিকায় যাওয়া ও মানিয়ে নেওয়া। ওদের পরিবেশ আমাদের জন্য অপরিচিত। আসলে সব দলের জন্যই ওখানে গিয়ে খেলা কঠিন। টেস্টের এক নম্বর দল ওরা। কঠিন পরীক্ষা হবে আমাদের।’
Discussion about this post