নুতন এক মিশনে এখন ক্যারিবীয় দ্বীপে আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টুয়েন্টি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশর এই অলরাউন্ডার। বলিউড কিং শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন মিরাজ।
১৯ বছর বয়সী এই ক্রিকেটার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অনুশীলনের তিনটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘আমার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়।’
সিপিএলে নিজ দলে সতীর্থ হিসেবে মিরাজ পাচ্ছেন হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মানরো, ব্রাভো, সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটারদের।
সিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে ৪ আগস্ট। টুর্নামেন্টে চার-পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব-মিরাজ।
সাকিব আল হাসান- জ্যামাইকা তলাওয়াস
তারিখ | সময় | প্রতিপক্ষ |
৫ আগস্ট
|
রাত ১টা | বার্বাডোজ ট্রাইডেন্টস |
৬ আগস্ট | রাত ১টা | বার্বাডোজ ট্রাইডেন্টস |
৯ আগস্ট | ভোর ৬টা | ত্রিনবাগো নাইট রাইডার্স |
১৫ আগস্ট | ভোট ৪টা | সেন্ট লুসিয়া স্টার্স |
মেহেদী হাসান মিরাজ-ত্রিনবাগো নাইট রাইডার্স
তারিখ | সময় | প্রতিপক্ষ |
৪ আগস্ট
|
সকাল ৭টা | সেন্ট লুসিয়া স্টার্স |
৭ আগস্ট | ভোর ৬টা | সেন্ট লুসিয়া স্টার্স |
৯ আগস্ট | ভোর ৬টা | জ্যামাইকা তলাওয়াস |
১১ আগস্ট | সকাল ৭টা | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
১২ আগস্ট | সকাল ৭টা | বার্বাডোজ ট্রাইডেন্টস |
Discussion about this post