‘সেরা বাঙালি ‘পুরস্কার পেয়েছেন গত শনিবার। কলকাতায় শুধু মাশরাফি বিন মতুর্জার সময়টাই ভাল কাটেনি, তার মেয়েও বেশ আনন্দ পেল। কন্যা হুমায়রা মুর্তজা ওপার বাংলার বিনোদন তারকাদের সঙ্গে দারুণ সময় কাটাল।
বাবার সঙ্গে অনুষ্ঠানে গিয়ে প্রিয় টালিগঞ্জের তারকাদের দেখা পেলেন মাশরাফির কন্যা হুমায়রা
অবশ্য পুরস্কার নিতে মঞ্চেই মেয়েকে নিয়েই উঠেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এরপর অনুষ্ঠান শেষে টালিউডের জনপ্রিয় নায়ক দেব, নায়িকা কোয়েল মল্লিক, শ্রাবন্তী ও শুভশ্রীরা ছবিও তোলেন হুমায়রার সঙ্গে। মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেছেন।
ভারতের এবিপি মিডিয়া গ্রুপ প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাঙালিদের পুরস্কৃত করে। এবার খেলাধুলায় এই পুরস্কার পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশের দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান কলকাতা থেকে এই সম্মান পেয়েছিলেন। ২০০৭ সালে এ পুরষ্কার পান বাশার। সাকিবের হাতে এ পুরষ্কার উঠেছিল ২০১২ সালে। ৫ বছর পর কলকাতার এ পুরষ্কারটি আবারো পেলেন বাংলাদেশের কোন ক্রিকেটার।
গত কয়েক বছরে মাশরাফির হাত ধরে অনন্য এক উচ্চতায় উঠেছে বাংলাদেশ ক্রিকেট।
Discussion about this post