একেই বলে হেসে-খেলে জয়। গলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনায়াস জয় তুলে নিয়েছে ভারত। স্বাগতিকদের বিপক্ষে ৩০৪ রানের বড় ব্যবধানে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।
ভারতীয় ব্যাটসম্যানদের দেওয়া ৫৫০ রানের পাহাড়সম টাগের্টকে লঙ্কান ব্যাটসম্যানদের কাছে আরো দূরহ করে দেয় অশ্বিন ও জাদেজার বোলিং। দু’জনই তিনটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিংয়ের মেরদন্ড ভেঙ্গে দেন।
চোটের কারণে আসেলা গুনারত্নে এবং অধিনায়ক রঙ্গনা হেরাথ ব্যাট করতে পারেনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে। মাত্র ৭৬.৫ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায় তারা। অশ্বিন ও জাদেজা নেন তিনটি করে উইকেট। দুই পেসার শামি ও উমেশ যাদব একটি করে উইকেট শিকার করেন।
এর আগে শনিবার সকালে ৩ উইকেটে ১৮৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এদিন কোনো উইকেট না হারিয়ে আরও ৫১ রান যোগ করে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
আগের দিন ৭৬ রান নিয়ে দিন শুরু করা বিরাট কোহলি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৭তম শতক। তার করা ১০৩ রানের ইনিংসে ৪টা চার ও ১টি ছয়ের মার মারেন। ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি। এরমধ্য দিয়ে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের মালিক হয়ে গেছেন তিনি।এই কীর্তি গড়তে শচীনের লাগে১৯ ইনিংস। কোহলির লাগল ১৭ ইনিংস।
সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩ সেপ্টেম্বর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬০০/১০ ও ২য় ইনিংস: ৫৩ ওভারে ২৪০/৩ ইনিংস ঘোষণা (ধওয়ান ১৪, মুকুন্দ ৮১, পুজারা ১৫, কোহলি ১০৩*, রাহানে ২৩*; প্রদিপ ০/৬৩, পেরেরা ১/৬৭, কুমারা ১/৫৯, হেরাথ ০/৩৪, গুনাথিলকা ১/১৬)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯১/১০ ও ২য় ইনিংস: ৭৬.৫ ওভারে ২৪৫ (করুনারত্নে ৯৭, থারাঙ্গা ১০, গুনাথিলকা ১০, মেন্ডিস ৩৬, ম্যাথিউস ২, ডিকভেলা ৬৭, পেরেরা ২১*, প্রদিপ ০, কুমারা ০, গুনারত্নে ০ আহত অনুপস্থিত, হেরাথ ০ আহত অনুপস্থিত; শামি ১/৪৩, যাদব ১/৪২, জাদেজা ৩/৭১, অশ্বিন ৩/৬৫, পান্ডিয়া ০/২১)
ফল: ভারত ৩০৫ রানে জয়ী
ম্যাচসেরা: শিখর ধাওয়ান
Discussion about this post