দেখতে দেখতে সময় কতো দ্রুত চলে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে দশবছর পেরিয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক দশক আগে ২৫ জুলাই ২১ বছর বয়সী এই অলরাউন্ডারের বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল। ২০০৭ সালের ২৫ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক। তারও ১৬ দিন আগে অবশ্য হয় টেস্ট অভিষেক। সময়ের পথ ধরে ময়মনসিংহের সেই ছেলেটিই আজ জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। দলের অন্যতম কাণ্ডারি।
রিয়াদ এরইমধ্যে খেলেছেন ৩৩ টেস্ট ও ১৪৫ ওয়ানডে। টেস্টে ৩০.১৫ গড়ে রান করেন ১৮০৯। সেঞ্চুরি একটি। আর ওয়ানডেতে ৩৪.৬৭ গড়ে ৩১৫৫ রান। সেঞ্চুরি ৩টি। উল্লঅেখ করার মতো ব্যাপার হল- দুটিই বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টানা দুই ম্যাচে। অন্যটিও নিউজিল্যান্ডের বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিশ্বকাপে টাইগারদের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ।
টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৮টি। ২০.২৫ গড়ে রান করেছেন ৮১০। সর্বোচ্চ অপরাজিত ৬৪।
দশ বছরের মাইলফলক পেরিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ‘খুবই ভালো লাগছে। বাংলাদেশের জার্সি গায়ে ১০ বছর পার করলাম। সামনে চেষ্টা করব আরও বেশ কয়েক বছর যেন পারফর্ম করে যেতে পারি।’ সঙ্গে যোগ করলেন, ‘মাশরাফি ভাই, সাকিব-তামিম-মুশফিকও ১০ বছর পার করল। এটা একটা ইতিবাচক দিক দলের জন্য। ব্যক্তিগত ক্যারিয়ার বললে, এখন দায়িত্বও বেড়ে গেছে।’
Discussion about this post