অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কিছুতেই আশার আলো দেখা যাচ্ছে না! এরইমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) আলোচনা হয়েছে। সেই আলোচনা আরো কিছুদিন চলবে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে গত তিন সপ্তাহ ধরেযে বিরোধ চলছে তার কোনো সমাধান করতে পারে নি দুই পক্ষ। অস্ট্রেলিয়ান মিডিয়ার যে খবর তাতে হতাশই হবেন বাংলাদেশের সমর্তকরা। কারণ অজি ক্রিকেটাররা নাকি সফরটা বর্জন করতে চাইছেন।
এসিএ নির্বাহী প্রধান অ্যালেস্টার নিকোলসন অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে বৈঠক হয়েছে। তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। খেলোয়াড়রা তাদের দাবি দাওয়া থেকে সরে আসে নি। বাংলাদেশ সফর যদি বাতিল হয় তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া হেরে যাবে, খেলোয়াড়দের দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। এটাই নাকি চাইছেন স্টিভেন স্মিথরা।
ক্রিকেটাররা বলছেন-সিএ রাজস্ব খাতে ৩০ কোটি ডলার জমা রেখেছে। এই অর্থ তৃণমূল পর্যায়ে খরচ করবে এই অজুহাত তুলছে, যা আদৌও সত্য নয়। তৃণমুল পর্যায়ে ক্রিকেটের উন্নতির জন্য পাঁচ বছরে এত অর্থের দরকার নেই।
সফরকে সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পাঁচ সদস্যের প্রতিনিধি-দল। গত মঙ্গলবার ঢাকা এসে বাংলাদেশের নিরাপত্তা-ব্যবস্থা নিতে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করে প্রতিনিধি-দল। এসময় নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। গিয়েছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটেও।
৫ সদস্যের সেই প্রতিনিধি-দলে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) দুই সংস্থার সদস্য। এ অবস্থায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সিরিজের আগে তাদের আসা অবশ্যই ইতিবাচক কিছুর ইঙ্গিত করে। সিরিজের ব্যাপারে আশাবাদী আমরা।’
Discussion about this post