চোট কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু আরেক দুঃসংবাদ। প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিমনেশিয়ামে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠের মাংশপেশিতে টান পড়ে জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানের ।
তারপরই তীব্র ব্যথা কাবু হয়ে পড়েন রিয়াদ। চট জলদি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রোববার এমন দুর্ঘটনার পর দুশ্টিন্তা ছুঁয়ে গেছে টিম ম্যানেজম্যান্টকে। তারা জানায়, ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে রিয়াদের। তারপরই দ্রুত তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে এখন সিটি স্ক্যান করা হবে। তারপরই জানা যাবে ইনজুরি কতোটা মারাত্মক তার।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দল মিরপুরের হোম অব ক্রিকেটে ফিটনেস ট্রেনিং করছে। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে এই ক্যাম্প চলবে আরো কিছুদিন। তারপরই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে শুরু করবেন মূল অনুশীলন।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে মুশফিকদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। যদিও পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে শঙ্কার মধ্যে আছে এই সিরিজ।
Discussion about this post