কলকাতার নামী সাংবাদিক গৌতম ভট্টাচার্য আগেই বলেছেন, দুই বাংলা মিলিয়ে সৌরভ গাঙ্গুলির পর সেরা ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের আলাদা কদর রয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। কমিটমেন্ট দিয়ে উঠে এসেছেন ইর্ষণীয় অবস্থানে। সেই মানুষটিকে এবার সম্মানিত করল পাশের দেশের একটি প্রতিষ্ঠান। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। সংস্থাটির এ বছরের পুরষ্কারের জন্য ঘোষিত ব্যক্তিত্বের তালিকায় আছেন মাশরাফি। ‘সেরা বাঙালি খেলোয়াড়’ ক্যাটাগরিতে পুরস্কৃতদের তালিকায় রয়েছে তার নাম।
ওপার বাংলার প্রভাবশালী পত্রিকা দৈনিক পত্রিকা আনন্দবাজার ও এবিপি আনন্দ চ্যানেল জানিয়েছে ২৯ জুলাই হবে ‘সেরা বাঙালি ২০১৭’ খেতাব-প্রদান অনুষ্ঠান। মাশরাফিকে এই সম্মাননা দেয়ার ব্যাপারটি বিসিবির মাধ্যমে জানিয়েছেন আয়োজকরা।
এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এই খেতাব পেয়েছিলেন। ২০১২ সালে খেতাবটি পান বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশির মধ্যে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও এই সম্মান পেয়েছেন। এবার সেই তালিকায় মাশরাফির নাম যুক্ত হতে যাচ্ছে।
Discussion about this post