অজুর্না রানাতুঙ্গাকে জবাব দিতে সময় নিলেন না গৌতম গম্ভীর। আগের দিনই শ্রীলঙ্কান কিংবদন্তি ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তুলেছিলেন প্রশ্ন। বলেছিলেন, ‘মনে আছে ২০১১ বিশ্বকাপে আমি ধারাভাষ্য দিচ্ছিলাম। শ্রীলঙ্কার এমন অসহায় আত্মসমর্পণে হতবাক হয়ে গিয়েছিলাম আমি। ম্যাচটি নিয়ে আমার সন্দেহ হয়েছিল। আমি মনে করি এই ম্যাচ নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার বিশ্বাস তদন্ত হলে একদিন সবকিছু ফাঁস হবে।’ তার সেই অভিযোগের জবাবে ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের অন্যতম নায়ক গম্ভীর মুখ খুললেন।
রানাতুঙ্গার কাছ থেকে এমন অভিযোগের প্রমাণ চেয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘আমি সত্যিই অর্জুনা রানাতুঙ্গার এমন অভিযোগে বিস্মিত। এটি রানাতুঙ্গার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বের কাছ থেকে আসা খুবই গুরুতর অভিযোগ। আমার মনে হয়, পুরো বিষয়টা পরিষ্কার করার জন্য তার অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করা উচিত।’
ম্যাচটি নিয়ে তদন্তের দাবিও করেছিলেন। তিনি বলেন ‘প্রশ্ন রাখতে চাই-ভারত কীভাবে সেদিন জিতে গেল? ক্রিকেট খেলাটাকে এভাবে নোংরা করা উচিত নয়।’ এ অবস্থায় ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গম্ভীর বলেন, ‘রানাতুঙ্গার মন্তব্য এত গুরুত্বের সঙ্গে দেখার কোনো কারণ নেই। এমন অভিযোগের কোনো শেষ থাকে না। আমি যদি এখন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয় নিয়ে সন্দেহ প্রকাশ করি! এটা কি খুব ভালো রুচির পরিচয় হবে?’ পুরো ব্যাপারটা নিয়ে গম্ভীর হতাশা প্রকাশ করেন।
বলা দরকার, ২০১১ সালের ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৪ রান তুলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ জিতে ভারতীয় দল।
Discussion about this post