আগের সেই ফর্ম নেই। তারপরও তিনিই টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বিশ্বের বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের পরিচিত মুখ ক্রিস গেইল। সেই ক্যারিবিয় ব্যাটিং লিজেন্ড এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) থাকছেন। পঞ্চম আসরে তিনি চুক্তিবদ্ধ হলেন রংপুর রাইডার্সের সঙ্গে।
৩৭ বছর বয়সী ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তিকে দলে নেয়ার খবরটি এরইমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।
গেইলকে অবশ্য রংপুর রাইডার্স এবার পুরো টুর্নামেন্ট জুড়ে পাবে না। কোয়ালিফাইং রাউন্ডের আগেই বাংলাদেশ ছাড়তে হবে এই ড্যাশিং অলরাউন্ডারকে। সেই বাস্তবতা মেনেই তাকে দলে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
গেইল বিপিএলের প্রতিটি আসরেই খেলেছেন। গতবার খেলেছেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। এর আগে খেলেন ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসে। বিপিএলে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরির রেকর্ড তার দখলে রয়েছে। ১৫ ম্যাচে ৫৪.১৬ গড়ে করেছেন ৬৫০ রান।
নতুন মালিকানায় এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া রংপুর রাইডার্স প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও বর্তমান সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডির সঙ্গে চুক্তি করেছে। দলে নাম লিখিয়েছেন থিসারা পেরেরা, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও রবি বোপারা।
Discussion about this post