নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ালেন আরেক ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন খোদ তার স্ত্রী ফারজানা আকতার। জানালেন, স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। রোববার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে এমন অভিযোগ অভিযোগ জমা দিতে আসেন তার স্ত্রী।
২০১১ সালের ২৪ জুন ফারজানাকে বিয়ে করেন শহীদ। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। কিন্তু ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
ফারজানা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, শহীদের বিয়ের পর থেকে গত দুই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে কথা বললে নানাভাবে তার উপর নির্যাতন চালায়। এমনকি গত দুই বছর ধরে এক সঙ্গে বসবাসও করছেন না তারা দুজন। পরিবারও তাকে নানাভাবে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই আজ বিসিবি অফিসে আসেন শহীদের স্ত্রী। সঙ্গে করে নিয়ে আসেন দুই সন্তান আরাফ (৩ বছর) ও আরহীকে (১১ মাস)। বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে ফারজানা তার স্ত্রীকে বোর্ডে যেতে নিষেধ করেন এবং বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন। ফারজানার জানান, তাঁদের ১১ মাস বয়সী মেয়ে আরোহীকে এখনো কোলে পর্যন্ত নেননি শহীদ!
ফারজানা গণমাধ্যমকে বলেছেন, ‘বিসিবিকে সব জানানো হয়েছে। বিসিবি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তারা ওর বাবাকে (শহীদ) ডেকে সব সমস্যার সমাধান করে দেবে বলেছেন।’ এরপরই শহীদ জানালেন, ‘সিইও স্যার (বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী) আমাদের মীমাংসা করে দিয়েছেন। বিষয়টার মীমাংসা হয়ে গেছে। আমার স্ত্রী বাড়ি চলে যাবে এখন।’
অপ্রিয় হলেও হলেও সত্য নিয়ে গত দুই বছরের মতো সময়ে জাতীয় দলের ৪ ক্রিকেটারের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ উঠল। আরাফাত সানি, রুবেল হোসেনদের এমন কর্মকাণ্ডে ভাবভূর্মি নষ্ট হল ক্রিকেটের।
Discussion about this post