সাফল্যের আরো একটা স্বীকৃতিই যেন মিলল। এইতো কিছুদিন আগেই ভারতকে হারিয়ে দেশকে এনে দিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আনন্দ উদযাপন করতে করতেই আরেক দ্বায়িত্ব পেলেন সরফরাজ আহমেদ। টেস্টেও এখন পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর বাসভবনে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা দলের সংবর্ধনা দেয়া হয়। সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান জানালেন, সরফরাজ হচ্ছেন দেশটির নতুন টেস্ট অধিনায়ক। এই উইকেটকিপার ব্যাটসম্যান এখন তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন।
এর আগে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে যারপরনাই ব্যর্থ হতেই দ্বায়িত্ব থেকে সরে দাঁড়ান শহিদ আফ্রিদি। তার জায়গায় তখন নেতৃত্বে আসেন সরফরাজ। তারপর এ বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ আজহার আলি ওয়ানডের নেতৃত্ব ছাড়েন। তখন পিসিবি ৩০ বছর বয়সী এ ক্রিকেটারকে দ্বায়িত্ব দেয়।
সেই পথ ধরে এবার অভিজাত টেস্টে তাকে দেখা যাবে নেতৃত্ব। কারণ নিয়মিত ক্যাপ্টেন মিসবাহ-উল-হক ক্রিকেটকে গুডবাই বলেছেন। রেকর্ড ৫৬ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে ৩২তম টেস্ট অধিনায়ক হচ্ছেন সরফরাজ।
Discussion about this post