সময়ের আলোচিত ফুটবলার তিনি। এইতো দিন কয়েক আগেই করেছেন রাজসিক বিয়ে। প্রেমিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের একটা স্থায়ী নাম দিয়েছেন। সেই মেসি কিন্তু বেশ ভোজন রসিকও। ফুটবলের মাঠে প্রতিপক্ষকে গোল হজম করাতে বেশ পটু লিওনেল মেসি। তার নিজের হজমশক্তিও কিন্তু বেশ ভালো। আর সেই সঙ্গে পরিশ্রমটা ঠিকঠাক করার কারণে প্রচণ্ড ভোজন রসিক এই আর্জেন্টাইন তারকা এতদিনেও মুটিয়ে যাননি। অথবা আরেক ভোজন রসিক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতো অস্ত্রোপচারের মাধ্যমে ছোট করে নিয়ে হতো পাকস্থলী!
খাওয়া দাওয়া মেসি ছোটবেলা থেকেই বেশ ভালই করতে পারেন। সবচেয়ে প্রিয় খাবার মিলানসা নেপলিতানা। আর্জেন্টাইন এই খাবারটি তৈরি করা হয় গরুর মাংস, টমেটো, পনির, পেঁয়াজ ও বিভিন্ন মসলা দিয়ে।
মেসির মা ছেলের খাদ্যাভ্যাস সম্পর্কে বলেন, ‘ও সবই খেতে পারে। তবে ঘোড়ার মাংসটা তেমন পছন্দ নয়। তবে যদি মুরগীর হয় আর সেটা যদি মরিচের সস দিয়ে রান্না করা যায় তাহলে তো বেশ তৃপ্তি নিয়েই খায়।’
আলাদাভাবে প্রিয় কিছু খাবার থাকলেও খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই মেসির।
Discussion about this post