শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নয়, ম্যাচটি যে চির প্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে। ঠিক এমনটা একটা ম্যাচে তিনি তুলে নিলেন আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরান।পাকিস্তানের ফখর জামান গড়লেন ইতিহাস।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এর আগে সেঞ্চুরি করেছেন পাঁচজন। সেই তালিকায় এই ক্রিকেটার। মজার ব্যাপার হল এ টুর্নামেন্টেই অভিষেক হয়েছিল ফখর জামানের। অভিষেকটা যে এমন স্মরণীয় হয়ে উঠবে কে জানতো? টুর্নামেন্টে ফাইনালের আগেই করেন দুই ফিফটি। অার রোববার তো ইংল্যান্ডের ওভালে বাজিমাত করে ফেললেন!
থম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। তাঁর আগে আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মাত্র দুই পাকিস্তানি ব্যাটসম্যান। তারা হলেন—সাঈদ আনোয়ার (২০০৩ বিশ্বকাপ) ও শোয়েব মালিক (২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি)।
ফখর জামান এই দিন হাফসেঞ্চুরি করেন ৬০ বলে। পরে আরো ভয়ঙ্কর হয়ে উঠেন। তারপর সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন মাত্র ৩২ বলে! ১০৬ বলে ১২টি চার ও তিন ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে ফিরেন সাজঘরে। দল পায় ৩৩৮ রানের পাহাড়সম সংগ্রহ।
ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন, হেরেছেন তিনজনই! বাকি দুজনের সেঞ্চুরি পরে ব্যাট করে।
ফাইনালের সেঞ্চুরিয়ান
খেলোয়াড় | ইনিংস | প্রতিপক্ষ | বছর |
সৌরভ গাঙ্গুলি (ভারত) | ১১৭ | নিউজিল্যান্ড | ২০০০ |
ফখর জামান (পাকিস্তান) | ১১৪ | ভারত | ২০১৭ |
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) | ১০৫* | নিউজিল্যান্ড | ২০০৯ |
মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড) | ১০৪ | ওয়েস্ট ইন্ডিজ | ২০০৪ |
ফিলো ওয়ালেস (উইন্ডিজ) | ১০৩ | দক্ষিণ আফ্রিকা | ১৯৯৮ |
ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড | ১০২* | ভারত | ২০০০ |
Discussion about this post