প্রবাদের সেই বাক্যটা এখানে ঠিক মানানসই নয়, শেষটা ভাল না হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার অনেক ভাল লাগা নিয়ে ফিরছে বাংলাদেশ। ১১ বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমে রীতিমতো ইতিহাস গড়েছিল টাইগাররা। মাশরাফি বিন মতুর্জার বাংলাদেশ প্রথমবারের মতো উঠে আসে আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে। সেখানে ভারতের কাছে ৯ উইকেটে হার বাংলাদেশের অর্জনে একটুও অস্তস্তি দেয়না!
স্মরণীয় সেই সফর শেষে লন্ডন থেকে শনিবার সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা জাতীয় দলের ক্রিকেটারদের।
বিসিবি জানিয়েছে, বার্মিংহাম থেকে দুবাইয়ের পথে রওনা হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার বিকেলে ঢাকার পথ ধরেছেন মাশরাফিরা।
লম্বা সফর শেষে ফিরছেন ক্রিকেটাররা। সাসেক্সে ১০ দিনের ক্যাম্পের জন্য তারা ঢাকা ছাড়েন সেই ২৬ এপ্রিল। তারপর ত্রিদেশীয় সিরিজ খেলতে দল যায় আয়ারল্যান্ড।সেখান থেকে ইংল্যান্ডে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে মোট ৫০ দিন দেশের বাইরে কাটিয়ে ফিরছেন ক্রিকেটাররা।
মনে রাখার মতো এই টুর্নামেন্ট শেষে দেশে ফিরে অবশ্য ছুটির মেজাজে থাকবেন সবাই। আপাতত সূচিতে কিছুই নেই। ঢাকায় পা রেখেই শুরু ঈদের ছুটি। যা চলবে প্রায় চার সপ্তাহ। তারপর অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার আগের প্রস্তুতি পর্ব শুরু হবে। আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ক্যাম্প।
Discussion about this post