শেষ অনিশ্চয়তাটুকু কেটে গেল! এ বছরের আগষ্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য শুক্রবার শক্তিশালী দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৩ সদস্যের দল অবশ্য নেই পেসার মিচেল স্টার্ক ও বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কিফে।স্টার্কের জায়গায় ডাক পেয়েছেন পেসার জেমস প্যাটিনসন। স্টিভ ও’কিফকে বাদ পড়েছেন। তার বদলে দলে ঢাকা আসবেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।
অজি ক্রিকেট দলের এই সফরে অবশ্য আসার কথা ছিল সেই ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তখন অস্ট্রেলীয় সরকার দলটিকে সতর্কবার্তা দেয়। তারপর সেই সফরই নয়, ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে অস্ট্রেলিয়া। অবশেষে নিরাপত্তার সেই জুজু কাটল। বিশেষ করে গতবছর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের পরই আশ্বস্থ হয় অজিরা।
সব কিছু ঠিক থাকলে১৮ আগষ্ট ঢাকা পৌঁছাবে স্টিভেন স্মিথের দল। দুই দিনের প্রস্তুতি ম্যাচ হবে ২২-২৩ আগষ্ট, ফতুল্লায়। প্রথম টেস্ট ঢাকায় শুরু ২৭ আগষ্ট। আর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়া টেস্ট দল-
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশ ও ম্যাথু ওয়েড।
Discussion about this post