শিরোপা লড়াইয়ের মঞ্চে নিজেকে উজাড় করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মহা তারকার জোড়া গোলে উয়ফো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রেখে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে ইউরোপ সেরার ফাইনালে জুভন্টোসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। এবারই প্রথম কোনো ক্লাব হিসেবে শিরোপা ধরে রাখল। তাদের আটকাতে পারল না তুরিনোর ওল্ড লেডি।
শুরুতে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। তারপর অবশ্য সমতা ফেরান মারিও মানজুকিচ। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে ফের এগিয়ে যায় সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাব। কার্ডিফে এরপর আবারো রোনালদো ম্যাজিক। তার দ্বিতীয় গোলে ১২তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। শেষ মুহূর্তে মার্কো আসেনসিওর গোল উৎসব আমেজটা বাড়িয়ে দেয় জিনেদিন জিদানদের।
কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে রেকর্ড গড়লেন রোনালদোও। আসরে ১২টি গোল করে বার্সেলোনার লিওনেল মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন তিনি। এই গোলে ক্লাব আর দেশ মিলিয়ে ৬০০টি গোলের মাইলফলকও স্পর্শ করলেন পর্তুগিজ এই মহাতারকা। চার বারের বর্ষসেরা এই ফুটবলার বুঝিয়ে দিলেন সময় এখন তার।
আলোচনায় থাকলেন জিদানও। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর রিয়ালকে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন তিনি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে ২০ মিনিটে প্রথম গোল করেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ৫০০তম গোলের বিরল রেকর্ড গড়ল তারা।
অন্যপ্রান্তে হতাশায় পুড়ল জুভেন্টাস। বিশেষ করে দলের গোল কিপার জিয়ালুইজি বাফন চোখের জল ফেললেন। ২২ বছরের ক্যারিয়ারে অনেক শিরোপার স্বাদ পেয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি। পাননি শুধু চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। সেই অাক্ষেপি নিয়ে ফিরলেন তিনি।
Discussion about this post