জাতীয় দলের সঙ্গে দেশে ফিরে সেই চেনা ছন্দেই আছেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারও বল-ব্যাটে হাতে আরো একবার ঝলক দেখালেন তিনি। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে বুধবার ডিপিএলের সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
লিগে আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে নাসির ক্যারিয়ার সেরা ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যে ম্যাচে তার দল জিতেছে ১৭৭ রানের বড় ব্যবধানে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি মঙ্গলবার বৃষ্টির দাপটে হতে পারেনি। তাই ৪৩ ওভারের ম্যাচটি গতকাল রিজার্ভডে মাঠে গড়ায়। টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৩৯.১ ওভারে মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায়। জবাবে নাসির হোসেনের অপরাজিত ৬১ ও এনামুল হক বিজয়ের ৪৫ রানে ভর করে ৩৮.৪ ওভারেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গাজী।
তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে মুনিম শাহরিয়ারকে হারায় গাজী। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল বিজয়। তাদের ৫৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় গাজীকে। এর কিছুক্ষণের মধ্যে এনামুল (৪৫) ও মুমিনুল (৩৩) সাজঘরে ফিরে গেলেও দলকে পথ দেখান অধিনায়ক নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে নাদিফ চৌধুরীকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ৬১ রানে অপরাজিত থেকে গাজীকে জিতিয়েই মাঠে ছাড়েন নাসির। তার ইনিংসটিতে ছিল ৯ টি চারের মার।
তারও আগে বল হাতেও সফল ছিলেন নাসির। ৯ ওভারে ৪২ রানে নেন ২টি উইকেট।
Discussion about this post