৩৪১ রান করেও ম্যাচ জিততে না পারার আক্ষেপটা এখনো পুড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাইতো মনে করিয়ে দিলেন ‘ক্রিকেট খেলাটায় আসলেই যে কোনো কিছুই হতে পারে।’ নবম উইকেটে ঝড়ের গতিতে ৯৩ রান তুলে ২ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
প্রস্তুতি ম্যাচে সেই হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে রোববার সকালে বার্মিংহাম ছেড়ে বাসে লন্ডনে গেছে বাংলাদেশ দল। সব ভুলে মাশরাফি চোখ সামনে রাখছেন।বলছিলেন, ‘দেখুন ম্যাচটা যে অবস্থায় ছিল, বেশিরভাগ সময়ই হয়ত আমরা বা যে কেনো দল এখান থেকে সহজেই জিতবে। তবে এর ব্যতিক্রমও হতে পারে, সেটি এই ম্যাচে বুঝতে পারলাম। এরকম কিছু হয় বলেই ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরা হয়ত সেটি সবসময় বলি, কিন্তু মাঠে মনেও রাখা উচিত সবসময়।’
নিজেদের পাল্টানোর প্রত্যয়ও থাকল মাশরাফির কথায়। ১ জুন ইংল্যান্ডের সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। তার আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ। তার আগে মেজাজ পাল্টাতে চায় দল। ম্যাশ জানালেন, ‘বুঝতে পারছি মানসিকতায় কোথায় আরও বদল আনতে হবে। ফিল্ডিংটা যেমন ভালো করতেই হবে।’
ম্যাচ হেরে বিস্মিত চন্দিকা হাথুরুসিংহেও। বাংলাদেশ কোচ বলছিলেন, ‘এমন কিছু আগে কখনও দেখিনি। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’
Discussion about this post