ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে জয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড, মোহামেডান ও প্রাইম দোলেশ্বর। বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব রোমাঞ্চকর লড়াই শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ রানে হারিয়েছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর মাঝ দিকে পথ হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানে শেষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান: ৫০ ওভারে ৩২৪/৮ (শামসুর ৭৪, সৈকত ২৭, রনি ৯২, রকিবুল ১১, বিপুল ২৮, নাজমুল ৪৭, তাইজুল ৬, রাব্বি ২, সাজেদুল ১০*, জাবিদ ১৬*; হায়দার ২/৭৮, শাহজাদা ২/৫২, মেহেদী ১/৪৯, হালিম ১/৫৩, মুমিনুল ০/১১, রসুল ১/৫১, শুভ ০/২৫)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ৩১৭/৮ (এনামুল ৩৬, মুনিম ৮৮, মুমিনুল ৩, জহুরুল ৩১, রসুল ৪০, নাদিফ ১৭, শুভ ৫৭*, মেহেদী ২৭, হায়দার ১০, শাহজাদা ১*; তাইজুল ১/৬০, সাজেদুল ২/৬৮, শামসুর ০/২৮, বিপুল ২/৬০, রাব্বি ২/৫৯, আজিম ১/৪২)
ফল: মোহামেডান ৭ রানে জয়ী
ম্যাচসেরা: রনি তালুকদার
############
বিকেএসপির-৪ নম্বর মাঠে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় গড়ে আবাহনী। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের ২১ বল বাকি থাকতেই ২৭৩ রানে অলআউট প্রাইম ব্যাংক। ডাকওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে আবাহনীকে ৬০ রানে জয়ী ঘোষণা করা হয়। কারণ ডিএল পদ্ধতিতে প্রাইম ব্যাংকের লক্ষ্য ছিল ৩৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৪৭ ওভারে ৩২১/৬ (লিটন ৮৫, সাদমান ১৫, সাইফ ৪৬, শান্ত ৬৫, মিঠুন ৬০, শুভাগত ৯, আফিফ ১৭*, মনন ১৫*; অপু ১/৬০, আল আমিন ২/৪৩, আরিফুল ২/৭০, সালমান ০/৩৮, তাইবুর ১/৪৪, নাহিদুল ০/২২, আল আমিন ০/২২)।
প্রাইম ব্যাংক: ৪৩.৩ ওভারে ২৭৩ (লক্ষ্য: ৪৭ ওভারে ৩৩৪) (মারুফ ২৮, জাকির ৫৫, নাহিদুল ৪৩, ইশ্বরন ৪৩, তাইবুর ৭, সালমান ২৪, আল আমিন ১৯, আরিফুল ২, আসিফ ৩২, নাজমুল ৫, আল আমিন ৩*; সাইফুদ্দিন ২/৫৩, আরিফুল ০/৩০, শুভাগত ২/৩৩, সাকলাইন ১/৪৯, মনন ৩/৫৪, আফিফ ২/৪৮)।
ফল: আবাহনী ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: লিটন কুমার দাস
########
বুধবার সুপার সিক্সের প্রথম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ রানে হারিয়েছে দোলেশ্বর। বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে প্রাইম দোলেশ্বর। জবাবে ব্যাটিংয়ে নেমে ২২ বল বাকি থাকতেই ২৫১ রানে অলআউট হয় শেখ জামাল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জামালের লক্ষ্য ২৯২ থাকায় ৪০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ৪৬ ওভারে ২৭৪/৭ (ইমতিয়াজ ১২৮, মজিদ ৬, শাহরিয়ার ৬৭, মার্শাল ১৯, চতুরঙ্গা ০, শরিফউল্লাহ ৩৫, ফরহাদ ৯*, হাবিবুর ০, দেলোয়ার ২*; শাহাদাত ১/৩৪, জিয়াউর ০/১৪, গাজি ১/৩৯, ইলিয়াস সানি ১/৫৪, রাজিন ০/৩২, ফজলে রাব্বি ০/২৩, তানবির ২/৫৮, রাসেল ০/২০)।
শেখ জামাল: ৪২.২ ওভারে ২৫১ (লক্ষ্য ৪৬ ওভারে ২৯২) (ফজল রাব্বি ১৯, প্রশান্ত ৪৩, মাহবুবুল ৪৪, গাজি ১, জিয়াউর ৩৭, তানবির ৪৬, ইলিয়াস সানি ১৬, রাসেল ২৮*, রাজিন ৪, মাহমুদুল ০. শাহাদাত ০*; হাবিবুর ২/৫৫, ফরহাদ ২/৫৫, আরাফাত সানি ২/৪১, চতুরঙ্গা ২/৩৮, দেলোয়ার ০/১৬, শরিফউল্লাহ ১/৪৫)।
ফল: প্রাইম দোলেশ্বর ৪০ রানে জয়ী
ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন
Discussion about this post